দেশ

কম দামের ফোরজি স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন ফোরজি স্মার্টফোনগুলো

By Baadshah

February 28, 2018

দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজি চালু হয়েছে। বেশকিছু অঞ্চলে এরই মধ্যে ফোরজি সেবা দিতে শুরু করেছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো। কিন্তু দ্রুতগতির এ নেটওয়ার্ক সেবা পেতে প্রয়োজন ফোরজি সমর্থিত স্মার্টফোন। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন কিনবেন? বাজারে বিভিন্ন দামের দেশী-বিদেশী ব্র্যান্ডের বেশকিছু ফোরজি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সে রকম কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আয়োজন— প্রিমো আরএইচ৩ ওয়ালটনের ৫ ইঞ্চি অন সেল এইচডি ২.৫ডি কার্ভড ডিসপ্লের এ ফোরজি স্মার্টফোনে ১ দশমিক ২৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে এলইডি ফ্ল্যাশ সুবিধার বিএসআই ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট চালিত এ স্মার্টফোনের দাম ৯ হাজার ৬৯০ টাকা। উই টি১ গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে একটি কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন এনেছে উই। টি১ মডেলের ৫ ইঞ্চি এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার এ স্মার্টফোনের দাম ৪ হাজার ৪৪৪ টাকা। প্রিমো এনএক্স৪ মিনি ওয়ালটনের ৫ ইঞ্চি অন সেল ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর আছে। ৩ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সুবিধার অটোফোকাস বিএসআই ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৯ হাজার ৯৯০ টাকা। সিম্ফনি আই৯০ সিম্ফনির ৫ দশমিক ২ ইঞ্চি এইচডি আইপিএস ২.৫ডি গ্লাস ডিসপ্লের এ ফোরজি স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র্যামের এ স্মার্টফোন ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা দেবে। এতে ডুয়াল ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত এ স্মার্টফোনের দাম ৮ হাজার ৪৯০ টাকা। সিম্ফনি ইনোভা সিম্ফনির ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের ফোরজি সমর্থিত এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট চালিত এ স্মার্টফোনে ডুয়াল ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেল রিয়ার ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত ডিভাইসটির দাম ৮ হাজার ৩৯০ টাকা। মাইক্রোম্যাক্স ক্যানভাস১ মাইক্রোম্যাক্স ক্যানভাস১ ফোরজি স্মার্টফোন দেশের বাজারে এনেছে গ্রামীণফোন। ডিভাইসটিতে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। ডিভাইসটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ২ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরার এ ডিভাইসের দাম ৭ হাজার ৫৯৯ টাকা।