করপোরেট

কম দামে ওয়ালটনের ওয়াক্স জাম্বু ল্যাপটপ, কি আছে জেনে নিন

By Baadshah

July 04, 2018

ওয়ালটন ল্যাপটপ দামে কম কিন্তু কাজে দুর্দান্ত। যারা ল্যাপটপ দিয়ে দিয়ে গ্রাফিক্স ডিজাইন এবং অন্যান্য প্রফেশনাল কাজ করেন তাদের জন্য প্রয়োজন শক্তিশালী কনফিগারেশনের ল্যাপটপ। এসব ল্যাপটপের দাম বেশ চড়া। প্রফেশনালদের জন্য সাশ্রয়ী দামের ল্যাপটপ বিক্রি করছে ওয়ালটন। ওয়াক্স জাম্বু নামের এই ল্যাপটপটির মডেল ডব্লিউ ডব্লিউ ১৭৬এইচ৭বি। ল্যাপটপটিতে রয়েছে ১৭.৩ ইঞ্চির ফুলএইচপি এলসিডি ব্যাকলিট ডিসপ্লে। এতে হাইরেজুলেশন পাওয়া যাবে। ফলে ভিডিও এডিটিং প্যানেল হিসেবেও ল্যাপটপটিকে ব্যবহার করা যাবে। দ্রুতগতির কর্মসম্পাদনের জন্য ওয়ালটনের হাইএন্ড সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই সেভেন ৬৭০০ এইচকিউ মডেলের ২.৬ গিগাহার্জের প্রসেসর। স্টোরেজের জন্য রয়েছে ১ টেরাবাইটের এইচডিডি। এতে এসএসডি সমর্থন করে। অর্থাৎ এসএসডি কার্ডের মাধ্যমে ল্যাপটপটির মেমোরি আরো বাড়িয়ে নেয়া যাবে। ওয়াক্স জাম্বু ল্যাপটপটিতে ৮ জিবি ইনবিল্ট ডিডিআর ফোর র‌্যাম রয়েছে। এতে আরো ৩২ জিবি র‌্যাম সংযোজন করার সুযোগ আছে। গ্রাফিক্সের জন্য আছে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ৯৬০ এম মডেলের ২ জিবি জিডিডিআর৫ ভির‌্যাম। দ্রুতগতিতে টাইপ করার জন্য ল্যাপটপটিতে আছে এলইডি ইলুমিনেটেড কিবোর্ড। ফুল এইচডি ওয়েবক্যাম সমৃদ্ধ এই ল্যাপটপে ৬ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কালো রঙের এই ল্যাপটপটির মূল্য ৭৯ হাজার ৯৫০। শিক্ষার্থী ও চাকুরিজীবীদের জন্য কিস্তিতে ল্যাপটপটিতে কেনার সুযোগ আছে।