টেক ফ্যাশন

কর্মক্ষেত্রে রোবটে আস্থা রাখছে শতকরা ৯৩ ভাগ মানুষ

By Baadshah

July 08, 2018

কর্মক্ষেত্রে রোবটের সংযোজন দিন দিন জনপ্রিয় হচ্ছে। ওরাকলের নতুন গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।সম্প্রতি ওরাকল এবং ফিউচার ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে রোবটের সংযোজন নিয়ে একটি গবেষণা চালিয়েছে। কর্মক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স বা রোবটের কাছ থেকে নির্দেশনা নিতে পছন্দ করবেন বলে মত দিয়েছে শতকরা ৯৩ জন।

১,৩২০ জন মানবসম্পদ কর্মকর্তা এই গবেষণায় মতামত দিয়েছেন। তারা বলছেন প্রতিষ্ঠানের কর্মীরা যখন এর গুরুত্ব বুঝতে পারলেও প্রতিষ্ঠান এ ব্যাপারে এগিয়ে আসছে না অ যদিও এর ফলে উৎপাদন ক্ষমতা কমছে।

গবেষণায় আরো দেখা গেছে, কর্মক্ষেত্র এবং বাসায় আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স এর ব্যবহারে বড় একটা গ্যাপ রয়েছে।

ব্যাক্তিগত জীবনে কোননা কোন ভাবে এর ব্যবহার করছেন শতকরা ৭০ ভাগ মানুষ, ৬ ভাগ মানুষ কর্মক্ষেত্রে এর পরিপূর্ণ ব্যবহার করছেন এবং শতকরা ২৪ ভাগ মানুষ স্বল্প পরিসরে এর ব্যবহার করছেন কর্মক্ষেত্রে।