প্রযুক্তি বিশ্ব

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে উবার

By Baadshah

September 13, 2019

আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। লোকসান কমিয়ে লাভের পথ ধরতে নানা রকম কৌশলের অংশ হিসেবেই কর্মী ছাঁটাই শুরু করেছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগ থেকে ২৫৬ জন ও পণ্য বিভাগ থেকে ১৭০ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। উবারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উবারের একজন মুখপাত্রের ভাষ্য, দ্রুত বর্ধনশীল স্টার্টআপ হিসেবে উবারে বৈশ্বিক পর্যায়ে কর্মীর সংখ্যা ২৭ হাজার পেরিয়ে গেছে। এখন দক্ষতার দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। উবারকে মূল পথে ফিরিয়ে আনতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এতে কয়েকটি দলের কর্মী কমিয়ে তা ছোট করা হচ্ছে, যাতে অধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ কর্মী নিশ্চিত করা যায়। এতে উবারের পারফরম্যান্স বাড়বে।