এশিয়ান মোটরবাইক লিমিটেডের সহযোগিতায় চারটি মডেলের মোটরসাইকেল উন্মোচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে প্রবেশ করলো বিশ্বখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাওয়াসাকি।রাজধানীর গুলশানে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়াসাকি হেভি ইন্ডাষ্ট্রিজ লি.-এর মোটরসাইকেল অ্যান্ড ইঞ্জিন কোম্পানীর সিনিয়র সেলস ম্যানেজার জিন ইনোয়ে। আপাতত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কেএলএক্স১৫০, দি-ট্রেকার, জেড১২৫ প্রো, কেএসআর১১০ প্রো মডেলের চারটি মোটরসাইকেল। মডেলগুলোর মধ্যে কেএলএক্স১৫০ মোটরসাইকেলটি আঁকাবাঁকা ও উচু-নিচু রাস্তায় অনায়াসে চালানো সম্ভব। উন্মোচন অনুষ্ঠানে জিন ইনোয়ে বলেন, “গত বছরের আগস্ট মাসে আমাদের কাওয়াসাকি টিম বাংলাদেশের মোটরসাইকেল বাজারের অবস্থা পরিদর্শন করে এবং আমরা মোটরসাইকেল মালিকদের মধ্যে মোটরসাইকেলের প্রতি অন্যরকম উদ্দীপনা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় মোটরসাইকেল অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। এশিয়ান মোটরসাইকেল লিমিটেডের সঙ্গে মিলে বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেল বাজারজাত শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে আমরা সেরা অভিজ্ঞতা প্রদান করতে পারবো বলে আশা করছি।” বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেল ক্রেতারা অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি সর্বোচ্চ সেবা গ্রহণ করতে পারবেন। নিরবচ্ছিন্ন বিক্রয় পরবর্তী উন্নত সেবা প্রদান ও অরিজিনাল খুচরা যন্ত্রাংশ সরবরাহের লক্ষ্যে দেশব্যাপী কাওয়াসাকির মজবুত নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে এবং কাওয়াসাকি গ্লোবাল সার্ভিসের উপর ভিত্তি করে কাওয়াসাকি এক্সক্লুসিভ সার্ভিস শপ প্রতিষ্ঠা করা হবে । এছাড়া প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ যেনো ডিলারদের কাছে সবসময় পরিমিত পরিমানে থাকে সে বিষয়টিও নিশ্চিৎ করা হবে।