যারা উন্নত ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য কাজী আইটিতে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১০ সালে বাংলাদেশে এর যাত্রা শুরু। কাজী আইটির শুরু যুক্তরাষ্ট্রে । এখানে তিনটি চারটি কার্যালয় (অফিস) রয়েছে। নিকুঞ্জ ১২ নম্বর রোডের প্রধান কার্যালয়ের পাশাপাশি রাজধানীর ধানমন্ডিতে একটি এবং ঢাকার বাইরে রাজশাহীতে আরো একটি অফিস রয়েছে। কাজী আইটি সেন্টার জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র এক্সিকিউটিভ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা উক্ত পদটিতে আবেদন করতে পারবেন। তবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিতদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
মাসিক ৩৫ হাজার টাকা বেতনের সঙ্গে বিক্রয় বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdUS37w-CaVQ1bpZl9yc_R9tWB9Etlwk0O-VBjdhF4eebqLtA/viewform ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ১৭ আগস্ট,২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত কাজী আইটির ওয়েবসাইটে।