টিপস ও টিউটোরিয়াল

কাজ, ভ্রমণ আর গেম খেলার জন্য কেমন পিসি সেট করবেন?

By Baadshah

July 29, 2018

যারা বিজনেস ট্রাভেলার, ছোট স্ক্রিনের লম্বা সময়ের ব্যাটারি ব্যাকআপসহ আল্ট্রাবুক ইউজ করেন, কিন্তু আবার গেমিং-এর শখ আছে, তারা এরকম সেটআপ করে নিতে পারেনঃ

Main device: Dell XPS 9360

– CPU: 7th Gen i7-7560U (Up To 3.8GHz)

– Memory: 16GB (1866MHz LPDDR3)

– SSD 512GB

– 12 hours battery life (regular use, non-gaming)

– Internal graphics: Intel Iris 640

– Laptop screen: 13.3″ touchscreen (3200 x 1800 res, 59hz)

External graphics: AORUS GTX 1070 Gaming Box

– Graphics card: GTX 1070 Mini ITX OC

– Graphics memory: 8GB

– Connected by Thunderbolt 3 plug and play

– Built-in PSU: 450W

External monitor: LG 21.5″ 1080p IPS monitor (60hz)

Keyboard: Fantech Zexter

Mouse: Gamdias GMS5001

সুবিধা হচ্ছে, যতক্ষণ নিজের সেটআপে আছি, আরামে কাজ এবং গেমিং চালানো যায়।  যখন কাজের জন্য কোথাও যেতে হয়, তখন ল্যাপটপ এবং এক্সটারনাল গ্রাফিক্স কার্ড ব্যাকপ্যাকে ভরে নিলেই হয়। Thunderbolt 3 কেব্‌লটা খুলে ফেললেই আল্ট্রাবুক, লাগালে গেমিং মেশিন।

তবে হ্যাঁ, কিছুটা CPU throttle হয়, যেটা 8th gen CPU থাকলে হবে না।  আর খরচ বেশ পড়বে, যে কারনে বলেছি এই সেটআপ ওয়ার্কিং প্রফেশনাল বা বিজনেস ট্রাভেলারদের জন্য।

লেখক: সাইদুর মামুন খান, মার্কেটিং পরামর্শক।