দেশ

কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

By Baadshah

March 13, 2018

১২ মার্চ ২০১৮ সোমবার বিকেল ২টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১। সে সময় বিমানে থাকা ৭১ জনের মধ্যে বাঁচতে পেরেছেন মাত্র ২১ জন। ৪৩ জন বাংলাদেশি যাত্রীর মধ্যে বেঁচে এসেছেন মাত্র ৯ জন।* বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের ভয়াবহতম এই দুর্ঘটনায় কেবল নিহতদের পরিবারই নয়, শোকগ্রস্ত আমরা সবাই। দুর্ঘটনায় নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করতে চাই নিহত সকলকে, প্রার্থণা করতে চাই তাদের জন্য।১২ মার্চ ২০১৮ সোমবার বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের স্মরণকালের ভয়াবহতম বিমান দুর্ঘটনা ঘটেছে। সেদিন দুপুরে ঢাকা থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১ কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। নেপালের রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি।বিমানটি ৬৭ জন যাত্রী আর ৪ জন ক্রু মিলিয়ে মোট ৭১ জনকে নিয়ে নেপালে পাড়ি জমিয়েছিল। যাত্রীদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং মালদ্বীপ ও চীনের ১ জন করে ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় ৭১ জনের মধ্যে কেবল ২১ জন বাঁচতে পেরেছেন। দুর্ঘটনার শিকার যাত্রীদের মধ্যে মাত্র ২২ জনকে জীবিত উদ্ধার করা হয় যার মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৯ জন। বাকিদের অধিকাংশই ঘটনাস্থলেই মারা গেছেন। উদ্ধার হওয়া বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান আজ সকালে মারা যান। গতকাল সোমবার ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।এগুলো কেবলই কতগুলো সংখ্যা। সংখ্যার সাধ্য কী শোকাকুল বাস্তবতাকে ধারণ করে। ইতিহাসের ভয়াবহতম এই বিমান দুর্ঘটনায় আমরা শোকস্তব্ধ। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। এই ঘটনায় কেবল নিহতদের পরিবারই নয়, শোকগ্রস্ত আমরা সবাই।বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের ভয়াবহতম এই দুর্ঘটনায় নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত কেন্দ্রিয় শহিদ মিনারে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হবে নিহত সকলকে, প্রার্থণা করা হবে তাদের জন্য। দুর্ঘটনায় বাংলাদেশীসহ হতাহত সব যাত্রীর স্মরণে আজ ১৩ মার্চ সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ স্মরণানুষ্ঠানে যোগদান করতে সবাই অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।