ক্যারিয়ার

কানাডিয়ান ইউনিভার্সিটির স্পট এডমিশন কার্নিভাল চলছে

By Sajia Afrin

December 27, 2022

কানাডিয়ান ইউনিভার্সিটির স্পট এডমিশন কার্নিভাল শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি।

বিজয় দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে স্প্রিং ২০২৩ সেমিস্টারে ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল স্পট অ্যাডমিশন কার্নিভালে ভর্তি কার্যক্রম।

আগামী ৩১শে ডিসেম্বর এই কার্যক্রমের শেষ দিন। এইচ এস সি ও এ লেভেল ছাত্রছাত্রীদের জন্য কোর্সের জন্য ভর্তি ফি ৪,০০০ টাকা এবং ডিপ্লোমা হোল্ডেরদের জন্য মাত্র ১,০০০ টাকা।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে।

এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন। পাশাপাশি তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসাথে ভর্তি হলে আরো ৫ শতাংশ ছাড় পাবেন।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে।

উক্ত নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেও চ্যাট করা যাবে সিইউবির অ্যাডমিশন দলের সঙ্গে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।