ইভেন্ট

কার্টুন পিপল ফেস্টিভ্যাল!’

By Baadshah

September 25, 2022

দীর্ঘ করোনা বিরতীর পর এবার কার্টুন পিপলের জন্মদিন ও কমিক্স প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে আগামী ২৩,২৪,২৫ তারিখ আয়োজিত হতে যাচ্ছে ‘কার্টুন পিপল ফেস্টিভ্যাল!’

কমিক্সের পাশাপাশি এই তিন দিন জুড়ে থাকছে: কার্টুন,ক্যারিক্যাচার,ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী সহ বেশ কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠান। থাকছে ফ্রি লাইভ ক্যারিক্যচার, আর্টিস্ট মিট আপ এমনকি ওয়ার্কশপ ও! আয়োজনে প্রধান অতিথী হিসেবে থাকছেন উন্মাদ পত্রিকার সম্পাদক, কার্টুনিস্ট আহসান হাবীব।

উৎসবটিতে একাধারে চলবে ৪টি প্রদর্শনীঃ ১। হুমায়ুন হিরোস : কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট অমর সকল চরিত্রের ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী। ২। বিজ্ঞানি বসু দেশী ক্যারেক্টার ডিজাইন প্রদর্শনী-১০। ৩। ফাইট এগেন্সট করোনা কার্টুন প্রদর্শনীঃ করোনা কালীন সময়ে জনসচেতনতা তৈরিতে আঁকা কার্টুন প্রদর্শনী। ৪। গান্টুন ক্যরিক্যাচার প্রদর্শনীঃ বাংলাদেশের ব্যান্ড মিউসিক তারকাদের ক্যারিক্যাচার প্রদর্শনী।

উৎসবটির আয়োজন করেছে কার্টুন পিপল ও সার্বিক সহযোগীতা মাল্টিমিডিয়া কিংডম। স্পেস পার্টনারঃ ‘মোড়’ কার্টুন পিপলের ভক্ত, অনুরাগী ও সকল কার্টুন প্রেমীদের দলে দলে যোগ দেয়ার আমন্ত্রন।