ইভেন্ট

কার্নিভাল অ্যাসিউর ও অ্যাকিউরা ইন্টারন্যাশনালের মধ্যকার চুক্তি

By Baadshah

September 05, 2019

বাংলাদেশে পেপারলেস ও ঝামেলাবিহীন ইন্স্যুরেন্স সেবাকে এগিয়ে নেওয়াই লক্ষ্য বাংলাদেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানিগুলোর বিকল্প বিতরণ চ্যানেল কার্নিভাল অ্যাসিউর, মালয়েশিয়া ভিত্তিক একটি বীমা অ্যাগ্রিগেটর অ্যাকিউরা ইন্টারন্যাশনালের সাথে সম্প্রতি একটি সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল আমারি ঢাকাতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

কার্নিভাল অ্যাসিউর মাইক্রো ইন্স্যুরেন্সের একটি ডিজিটাল মার্কেটপ্লেসহিসেবে বাজারে এসেছে, যাউদ্ভাবনী সব বীমা সেবা দিচ্ছে তার বীমা পার্টনারদের সমন্বয়ে।কার্নিভাল অ্যাসিউর দিচ্ছে ছোট প্রিমিয়াম সুবিধা সম্বলিত এবং গ্রাহক পর্যায়ে ঝামেলাবিহীন পণ্যসমূহ।কার্নিভাল অ্যাসিউর–এর নিবন্ধন থেকে বীমা দাবি পুরো প্রক্রিয়াটি পেপারলেস এবং সবচেয়ে কম সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে।

বীমা অ্যাগ্রিগেটর হিসেবে, কার্নিভাল অ্যাসিউর তার উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশের সুদূর প্রান্তে পৌঁছে বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করছে।এই যাত্রাপথে কার্নিভাল অ্যাসিউর ৫০ লক্ষেরও বেশি প্রান্তিক ভোক্তার কাছে ইন্স্যুরেন্স সার্ভিস পৌছে দিতে পেরেছে।