TechJano

কার্যক্রম বন্ধ কর্ম জবসের

কার্যক্রম বন্ধ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের চাকরি ও ক্যারিয়ার উন্নয়ন পরিষেবা কর্ম জবস। চলতি বছরের ৩০ জুন থেকে এই পরিষেবা বন্ধ আছে বলে কর্ম জবসের ওয়েবসাইটে জানানো হয়েছে। তবে বন্ধের কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

চাকরিপ্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান দেওয়ার জন্য ২০১৮ সালে কর্ম জবস নামে এই চাকরি ও ক্যারিয়ার উন্নয়ন পরিষেবা অ্যাপ চালু করে গুগল। এই পরিষেবার অন্যতম লক্ষ্য ছিল নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থী উভয়ের জন্য নিয়োগের সমস্যা সমাধান করা।

উদীয়মান বাজার হিসেবে বাংলাদেশেই প্রথম কার্যক্রম শুরু করে কর্ম জবস। অল্প সময়ের মধ্যেই চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয় এটি।

Exit mobile version