বাছাই খবর

কার বাদ দিয়ে বাইক নিয়ে প্ল্যান করছে উবার

By Baadshah

August 27, 2018

উবার তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনছে। গাড়ির প্ল্যান থেকে সরে গিয়ে ইলেকট্রিক স্কুটার আর বাইকে জোর দিতে যাচ্ছে উবার। উবারের প্রধান নির্বাহী দারা খোশরেশাহী এ তথ্য ফিন্যানসিয়ালে এক্সপ্রেসে এ কথা বলেছেন।

তিনি বলেছেন, বাইকে বা স্কুটারে লাভ কম কিন্তু ভবিষ্যতে মানুষ অল্প দুরুত্বে এসব যান ব্যবহার করবে। তার মতে, স্বল্প দুরুত্বে মানুষ এত বিশাল এক টনের গাড়ি ব্যবহার করবে না। মানুষ বাইকে বেশি এসব যান বেছে নেবে।

উবারের প্ল্যান হচ্ছে-ক্ষুদ্র অর্থনীতি। বড় দুরুত্বে গাড়ি আর স্বল্প দুরুত্বে মানুষ যাতে বাইক ব্যবহার করে এটাই তার চাওয়া। এ কারণে বাইকে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করছে উবার।

তাদের পরিকল্পনায় উবার চালকদের খুব বেশি লাভ না হলেও উবার অ্যাপের ব্যবহার বাড়বে। এটাই চাইছে উবারের প্রধান নির্বাহী।

উবার কার থেকে উবার বাইক হয়ে উঠবে উবারের ব্র্যান্ড।