TechJano

কালোটাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিভাবে বাতিল

Piles of Taka, the currency of Bangladesh, are displayed in Dhaka, Bangladesh on January 25, 2007. A a state of emergency was declared by the President of Bangladesh and national elections cancelled after months of political turmoil, a move that has actually helped the economy. Photographer: David Greedy/Bloomberg News

কালোটাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিতর্কিত এই সুযোগ কার্যকর করার ঠিক দুই মাসের মাথায় এটি বাতিল করা হলো। এনবিআর আজ সোমবার এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।

সম্প্রতি ক্ষমতা হারানো শেখ হাসিনার সরকার চলতি বাজেট এক বছরের জন্য নগদ টাকার পাশাপাশি জমি, ফ্ল্যাট-প্লটসহ স্থাবর সম্পদ কেনার মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল। সর্বোচ্চ করহারের চেয়ে কম কর দিয়ে কালোটাকা সাদা করার এই সুবিধার বিরুদ্ধে শুরু থেকেই তীব্র সমালোচনা ছিল। এই সুযোগকে অনৈতিক ও সৎ করদাতাদের প্রতি অন্যায় হিসেবে বর্ণনা করেন বেশির ভাগ অর্থনীতিবিদ ও বিশ্লেষক।

Exit mobile version