জনপ্রিয়

কাসডা রাউটারের দাম জেনে নিন, কি সুবিধা এতে?

By Baadshah

February 12, 2019

সম্প্রতি ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ও সমাদৃত কাসডা ব্রান্ডের নেটওয়ার্কিং পন্যের বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসাবে স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং মনোনীত হয়েছে।

কাসডা ব্রান্ডের রয়েছে কেডাব্লিউ৫৫১৫, ৩০০ এমবিপিএস গতির ওয়্যারলেস রাউটার যাতে রয়েছে দুইটি এন্টেনা, ৪টি ল্যান পোর্ট ও একটি ওয়ান পোর্ট এবং সুপিরিয়র ওয়াই-ফাই কাভারেজ। পণ্যটির মূল্য ১১শ’ ৭৫ টাকা। কেডাব্লিউ৬৫১২ রাউটারটি ৭৫০ এমবিপিএস গতির ডুয়াল ব্র্যান্ড ওয়্যারলেস রাউটার যাতে তিনটি এক্সটার্নাল অ্যান্টেনা, একটি ওয়ান পোর্ট ও ৪টি ল্যান পোর্ট রয়েছে। পণ্যটির মূল্য ২২শ’ ৫০ টাকা। এছাড়াও রয়েছে এসি১২০০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার যাতে রয়েছে ৪টি এক্সটার্নাল অ্যান্টেনা। পণ্যটির মূল্য ২৮শ’ ৫০ টাকা। আরো রয়েছে ৮ পোর্টের নেটওয়ার্ক সুইস।

কাসডা ব্রান্ডের এলটিই- ফোরজি পকেট রাউটারটিতে এক সাথে ৩২ জন ব্যাবহারকারী সংযুক্ত হতে পারে। রাউটারটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী থাকায় একটানা ১২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম যা অন্যান্য ব্রান্ডের তুলনায় প্রায় দ্বিগুন। এতে আরও রয়েছে মোবাইল সিমস্লট এবং মাইক্রো এসডি কার্ড স্লট। এটির মূল্য ৪ হাজার ৯শ’ টাকা।

কাসডা ব্রান্ডের সকল রাউটারের ওয়্যারলেস রেঞ্জ এবং পাওয়ার সমসাময়িক অন্যান্য ব্রান্ডের তুলনায় অনেক সমৃদ্ধ ও বেশি কাভারে জসম্পন্ন। বিস্তারিত জানতে স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি., ফোন- ০১৮১১-৪২০৩০২। ওয়েবসাইট: speedtechbd.com