ক্যারিয়ার

কিভাবে সি প্রোগ্রামিং শুরু করবেন? জেনে নিন দরকারি সব তথ্য

By Baadshah

May 16, 2018

প্রোগ্রামিং নিয়ে সবার প্রচুর আগ্রহ এখন, কেননা স্পেশা্লদের একজন হতে কে না চায় । তাই প্রোগ্রামিং শিখে সেরাদের সেরার কাতারে নাম লেখাতে চাই প্রোগ্রামিং শিখার সঠিক গন্তব্য । আজ আমি লিখব প্রোগ্রামিং শিখার কিছু তথ্য ও উপাত্ত নিয়ে । পৃথিবীতে অনেক ধরণের প্রোগ্রামিং আছে সেটা আমরা অনেকেই জানি, তবে কোনটা দিয়ে শুরু করা যায় তাই নিয়ে নানা মত । আমার মতে সি অথবা পাইথন নতুনদের জন্য ভাল প্লাটফর্ম ( অনেকেই দ্বি-মত থাকতে পারে ) । আজ জানা যাক কিভাবে সি প্রোগ্রামিং শুরু করতে পারি । আমরা যেহেতু বাংলাদেশী তাই প্রথম হাতেখড়ি বাংলা রিসোর্স দিয়ে শুরু করলে ভাল হয় , তাই না । তাহলে বাংলা কিছু বই দেখি যেগুলো দিয়ে সি হাতেখড়ি হতে পারে।

সি শুরু করা জন্য আমার এই তিনটি বই ভাল লাগে, তামিম শাহরিয়ার সুবিনের কম্পিউটার প্রোগ্রামিং – ১ম ও ২য় খণ্ড,জাকির হোসাইনের সি প্রোগ্রামিং, মোঃ কামরুজ্জামান নিটনের সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগয়েজ তাছাড়া আরো বই বাজারে আছে । যদি বই না কিনে শুরু করতে চান তাহলে পড়তে পারেন নিচের ব্লগ গুলোঃ

বাংলায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বই এবং টিউটোরিয়াল (http://jakir.me/c/)

http://cpbook.subeen.com/p/blog-page.html যারা ভিডিও টিউটোরিয়াল ভালবাসেন তাদের জন্যঃ Tamim Shahriar: https://youtu.be/J8CImQO0Ogw

Sharif Chowdhury: https://youtu.be/UOWV2K89iR0 Anisul Islam: https://youtu.be/6Dl_gkr0Lmw ইংরেজিতে ভাল বুঝলে অথবা পড়তে পছন্দ করলে: C The Complete Reference (4th Edition)

লেখক: Herbert Schildt Teach Yourself C (3rd Edition)

লেখক: Herbert Schildt C Programming: A Modern Approach (2nd Edition)

লেখক: K. N. King ইংরেজি ব্লগঃ https://www.tutorialspoint.com/index.htm

ইংরেজি ভিডিও টিউটোরিয়ালঃ ProgrammingKnowledge: https://youtu.be/CCZE4zuOwZM

অনেক রিসোর্সই তো দিলাম আপনাদের। আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে, অন্ততপক্ষে ট্রাকে উঠে যেতে পারবেন।

ভাল থাকবেন, হ্যাপি প্রোগ্রামিং ।

লেখকের অন্য লেখা পড়ুন: কিভাবে স্ক্রিন শট নেবেন? জেনে নিন সহজ সবগুলো উপায়

গড়তে চাইলে মোবাইল অ্যাপে ক্যারিয়ার

লেখক: মো: তারেক আহমেদ, অ্যাপ ডেভেলপার

https://www.facebook.com/tarekahmedmb/