ফিচার

কিভাবে স্ক্রিন শট নেবেন? জেনে নিন সহজ সবগুলো উপায়

By Baadshah

May 09, 2018

এখন সবার প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার ডিভাইসে রয়েছে স্ক্রিনশট নেওয়ার সহজ কিছু উপায়। প্রতিদিনই এই ব্যাপারে অনেক প্রশ্ন আসে, অনেকেই স্ক্রিনশট নেওয়ার সহজ উপায় জানতে চান। স্ক্রিনশটের ট্রিকসগুলো নিয়ে এ ফিচার:

স্ক্রিনশট Screen Shot হচ্ছে আপনার কম্পিউটার মনিটরের স্থির চিত্র বা ছবি যা image file হিসাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়. এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় . * প্রথম পদ্ধতি : snipping tools ব্যবহার *দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার

প্রথম পদ্ধতি : ১ // প্রথমে snipping tools খুলুন . এটা start বাটনে ক্লিক করে পাওয়া যাবে . না পেলে start বাটনের search option এ লিখে সার্চ করুন .

২// যে ধরনের snip নিতে চাচ্ছেন তা নির্বাচন করুন .

*free – form snip -আপনি পছন্দ মত জায়গা নির্বাচন করতে পারবেন * Rectangular Snip-আপনি একটি আয়তক্ষেত্রাকার এলাকা নির্বাচন করতে পারবেন *Window Snip -আপনি windows আকারে snip করতে পারবেন *Full-screen Snip-আপনার সম্পূর্ণ পর্দাটি snip করতে পারবেন

৩// আপনার পছন্দ মত এলাকা নির্বাচন করুন

৪// file option থেকে save as নির্বাচন করে অথবা ফ্লপি ডিস্ক চিন্নিত বাটনে ক্লিক করে ফাইল save করুন.

*দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার

১// প্রথমে key board থেকে ‘ print screen ‘ বাটনে press করুন .

২// তারপর start বাটন থেকে paint ওপেন করুন .

৩// এবার mouse এর right button ক্লিক করে স্ক্রিন শট টি paste করুন . ৪// file অপসন থেকে image টি save করুন . (এক্ষেত্রে PNG অথবা JPEG ফরমেট ব্যবহার করুন )

মোবাইলে স্ক্রিন শট:

আপনার ভলিউম বাটন আর পাওয়ার বাটন একসঙ্গে চেপে নিতে পারেন স্ক্রিনশট।

এ অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই নিতে পারেন স্ক্রিন শট। অনেক মোবাইল আছে যে মোবাইল গুলোতে Power button+volume down button এক সাথে কিছুক্ষন চেপে রাখলেই স্ক্রিন শট হয়ে যাবে। বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড নন ব্র্যান্ড মোবাইল গুলোতে এই ভাবে স্ক্রিন শট নেয়া যাবে। Symphony আর Walton এর প্রায় সব গুলোতেই এই পদ্ধতিতে স্ক্রিন শট নেয়া যায়।

কিছু কিছু মোবাইল আছে যে গুলো Home Screen Button আছে। যেমন Samsung. এই সমস্ত মোবাইল গুলোতে Home button+volume down button একসাথে কিছুক্ষন চেপে ধরলেই স্ক্রিন শট হয়ে যাবে। এ স্ক্রিনশট সেভ করে রাখা ছাড়াও বিভিন্ন মাধ্যমে শেয়ার করা যাবে। লেখক: মো: তারেক আহমেদ, অ্যাপ ডেভেলপার

https://www.facebook.com/tarekahmedmb/