এখন সবার প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার ডিভাইসে রয়েছে স্ক্রিনশট নেওয়ার সহজ কিছু উপায়। প্রতিদিনই এই ব্যাপারে অনেক প্রশ্ন আসে, অনেকেই স্ক্রিনশট নেওয়ার সহজ উপায় জানতে চান। স্ক্রিনশটের ট্রিকসগুলো নিয়ে এ ফিচার:
স্ক্রিনশট Screen Shot হচ্ছে আপনার কম্পিউটার মনিটরের স্থির চিত্র বা ছবি যা image file হিসাবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়. এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায় .
* প্রথম পদ্ধতি : snipping tools ব্যবহার
*দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার
প্রথম পদ্ধতি :
১ // প্রথমে snipping tools খুলুন . এটা start বাটনে ক্লিক করে পাওয়া যাবে . না পেলে start বাটনের search option এ লিখে সার্চ করুন .
*free – form snip -আপনি পছন্দ মত জায়গা নির্বাচন করতে পারবেন
* Rectangular Snip-আপনি একটি আয়তক্ষেত্রাকার এলাকা নির্বাচন করতে পারবেন
*Window Snip -আপনি windows আকারে snip করতে পারবেন
*Full-screen Snip-আপনার সম্পূর্ণ পর্দাটি snip করতে পারবেন
৪// file option থেকে save as নির্বাচন করে অথবা ফ্লপি ডিস্ক চিন্নিত বাটনে ক্লিক করে ফাইল save করুন.
*দ্বিতীয় পদ্ধতি : Keyboard option ব্যবহার
১// প্রথমে key board থেকে ‘ print screen ‘ বাটনে press করুন .
২// তারপর start বাটন থেকে paint ওপেন করুন .
৩// এবার mouse এর right button ক্লিক করে স্ক্রিন শট টি paste করুন .
৪// file অপসন থেকে image টি save করুন . (এক্ষেত্রে PNG অথবা JPEG ফরমেট ব্যবহার করুন )
মোবাইলে স্ক্রিন শট:
আপনার ভলিউম বাটন আর পাওয়ার বাটন একসঙ্গে চেপে নিতে পারেন স্ক্রিনশট।
কিছু কিছু মোবাইল আছে যে গুলো Home Screen Button আছে। যেমন Samsung. এই সমস্ত মোবাইল গুলোতে Home button+volume down button একসাথে কিছুক্ষন চেপে ধরলেই স্ক্রিন শট হয়ে যাবে। এ স্ক্রিনশট সেভ করে রাখা ছাড়াও বিভিন্ন মাধ্যমে শেয়ার করা যাবে।
লেখক: মো: তারেক আহমেদ, অ্যাপ ডেভেলপার