নতুন পন্য

কি থাকছে অ্যাপলের ওয়াচওএস৫ এ !

By Baadshah

June 05, 2018

বিশ্বের জনপ্রিয় স্মার্টওয়াচ অ্যাপলওয়াচের নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করা হয়েছে। অ্যাপলের বার্ষিক সম্মেলনে ওয়াচওএস নির্মাতা দলের সদস্য কেভিন লিঞ্চ ওয়াচওএস৫ উন্মোচন করেন।নিচের ফিচারগুলো ওয়াচওএস৫ এ সংযুক্ত করা হয়েছে।

ওয়াকি টকি: এতে যোগ করা হয়েছে ওয়াকি টকি ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্য অ্যাপলওয়াচ ব্যবহারকারীর সঙ্গে সরাসরি ওয়াইফাই ও মোবাইল ডেটা ব্যবহার করে কথা বলতে পারবে। ওয়াকি টকি অ্যাপটি ব্যবহার করে ম্যাসেজ রেকর্ড করে বন্ধুদেরকেও পাঠানো যাবে।

সিরি: নতুন আপডেটের ফলে অ্যাপলওয়াচে হাত উঠিয়ে বা ঘুরিয়ে সিরিকে ভয়েস কমান্ড দেওয়া যাবে। এতে করে সিরির সঙ্গে কথা বলার পূর্বে হেই সিরি বলার আর প্রয়োজন পড়বে না।

ওয়ার্কআউট: ওয়াচওএস৫ এ শরীরচর্চার মধ্যে ইয়োগা ও হাইকিং যুক্ত করেছে অ্যাপল। এছাড়াও, প্রতিযোগিতা, স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া ও শরীরচর্চা শেষ করার অ্যালার্ট যুক্ত করা হয়েছে এতে। যেমন কেউ সাইকেল চালালে তার হৃৎস্পন্দন কতো বাড়ছে, কতোখানি শক্তি খরচ হচ্ছে তা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ওয়াচওএস৫।

ওয়েবকিট: অ্যাপল ওয়াচওএসে ওয়েবকিটও যুক্ত করেছে। এতে অ্যাপলওয়াচ থেকেই ওয়েব কনটেন্ট দেখা যাবে।