করপোরেট

কি ফিচার আনল টেকনোর নতুন দুই ৪জি স্মার্টফোন?

By Baadshah

July 13, 2018

স্মার্টফোন ও ট্যাব এক্সপোর উদ্বোধনী দিনে নতুন দুটি ফোর জি স্মার্টফোনের উন্মোচন করেছে আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড টেকনো মোবাইল। বৃহস্পতিবার টেকনো মোবাইলের সংবাদ বিজ্ঞপ্তিতে পপ ওয়ান এস এবং পপ ওয়ান এস প্রো নামে নতুন দুইটি ফোরজি স্মার্টফোনের কথা জানানো হয়। স্মার্টফোন দুটির উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আকর্ষণীয় সব অফার ও মুল্যছাড়নিয়ে গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন তুলে দিতে রাজধানীতে শুরু হয়েছে‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো -২০১৮’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ১২ তারিখ থেকে ১৪ জুলাই পর্যন্ত মেলা চলবে। এবারও স্মার্ট ফোন ও ট্যাব এক্সপো’র প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে টেকনো মোবাইল । উদ্বোধনী দিনে, স্মার্টফোনওট্যাবএক্সপো প্যাভিলিয়ন নং -০১এ, টেকনো মোবাইল পপ ওয়ান এস, পপ ওয়ান এস প্রো নামে নতুন দুইটি ৪জি স্মার্টফোনের উন্মোচন করা হয়।

মাননীয় মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানেউপস্থিতছিলেন, ট্রানশানবাংলাদেশলিমিটেডেরসিইওজনাবরেজওয়ানুলহক, সিওওশ্যামলসাহা, হেড অফ মার্কেটিং মোঃ আসাদুজ্জামান, আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান সহ আরো অনেকে।

টেকনো মোবাইলের পক্ষ থেকে বলা হয়, “প্রিমিয়াম ডিজাইন ও আউটলুকে উভয় স্মার্টফোনে থাকা ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল ভিউ (এইচডি প্লাস) ডিসপ্লেতে ৪জি এল টি ই ফিচারে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার যাবে আরও দুর্দান্তভাবে।”

পপ ওয়ান এস প্রোতে রয়েছে ২জিবি র‌্যাব এবং ১৬ জিবি রম। এছাড়াও রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।

পপ ওয়ান এস হ্যান্ডসেটে রয়েছে ১ জিবি র‌্যাম।

দুইটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ (ওরিও) সংস্করণে চালিত।

নতুন মডেলের এই ফোনে রয়েছে ৩ হাজার এমএএইচ ব্যাটারিসহ স্পর্শকাতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পপ ওয়ান এস, পপ ওয়ান এস প্রো স্মার্টফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা এবং ৯ হাজার ৯৯০ টাকা।

গ্রাহকদের জন্য টেকনো মোবাইল তাদের প্রতিটি হ্যান্ডসেটে ১৩ মাসের ওয়ারেন্টির পাশাপাশি ১০০ দিন পর্যন্ত বিক্রয়োত্তর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে।

পপ ওয়ান এস, পপ ওয়ান এস প্রো স্মার্টফোন এর মুল্য নির্ধারণ করা হয়েছে ৮,৯৯০ টাকা, ৯,৯৯০ টাকা।

এবারের মেলায় টেকনো মোবাইল স্মার্টফোন ক্রেতা, গ্রাহকদের জন্য প্রতিটি স্মার্টফোনের সাথে আকর্ষণীয় উপহার ছাড়াও নিশ্চিত ক্যাশব্যাক অফার নিয়ে থাকবে। এছাড়াও, টেকনো প্যাভিলিয়ন ভিজিট করলেই থাকছে উপহার জিতে নেয়ার সুযোগ।