শাওমির স্মার্টওয়াচ যাঁরা খোঁজ করছেন তাদের জন্য সুখবর। নতুন স্মার্টওয়াচ আনলো চীনের রাইজিং স্টার শাওমি। মডেল শাওমি অ্যামাজফিট ভার্জ। এতে গোলাকার ওলিড ডিসপ্লে রয়েছে। এটি দেখতে অনেকটা সাধারণ ঘড়ির মতই। ওয়াচটিতে জিপিএস এবং এইচ ট্রেকার রয়েছে।ঘড়িটি তৈরি করেছে শাওমির সাব-ব্র্যান্ড হুয়ামি।
এক নজরে শাওমির নতুন স্মার্টওয়াচের ফিচার সমূহ:
- প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের নতুন ওয়াচ এক চার্জে পাঁচ দিন চলবে।
- ডিভাইসটিতে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটরিং সিস্টেম রয়েছে। ফলে হৃদরোগীদের জন্য স্মার্টওয়াচটি বেশ কাজে দেবে।
- বিশেষ ফিচার হিসেবে রয়েছে এনএফসি এবং আলিপে।
- ওয়াচটিতে ১.৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৩৬০x৩৬০ পিক্সেল।
- ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি প্রটেকশন।
- ১২.৬ মিলিমিটার পুরুত্বের ওয়াচটির ওজন ৪৬ গ্রাম। এটি আইপি৬৮ সার্টিফাইড অর্থাৎ এটি পানিরোধী।
- অ্যামাজফিট ভার্জ শাওমির ওয়াচ অপারেটিং সিস্টেমে চলবে। ডুয়েল কোর প্রসেসরের ওয়াচে রয়েছে ৫১২ মেগাবাইট রম। এর স্টোরেজ ৪ জিবি।
- এতে বিল্টইন মাইক্রোফোন রয়েছে। যা দিয়ে লাইডস্পিকারে ইনকামিং কল রিসিভ করা যাবে।
- শিয়াও ডিজিটাল অ্যাসিসট্যান্ট সমৃদ্ধ নতুন এই ডিভাইস নিয়ন্ত্রণের জন্য রয়েছে শাওমির নিজস্ব অ্যাপ। এর দাম ১১৫ ডলার।