TechJano

কি ফিচার নিয়ে বাজারে আসছে ভেসপা’র বৈদ্যুতিক স্কুটার?

উন্মোচনের দুই বছর পর ইউরোপের বাজারে আসছে ভেসপা’র পুরোপুরি বৈদ্যুতিক স্কুটার। নতুন এই স্কুটারটির বাজার মূল্য প্রকাশ করেছে মূল প্রতিষ্ঠান পিয়াজ্জিও। এর দাম পড়বে ৭৩০০ মার্কিন ডলারের চেয়ে কিছুটা বেশি-খবর প্রযুক্তি সাইট ভার্জের।

প্রচলিত জ্বালানীর সবচেয়ে কম মূল্যের ভেসপার চেয়েও দ্বিগুণ মূল্য পড়বে এই বৈদ্যুতিক স্কুটাররের। ইউরোপে ইতোমধ্যেই স্কুটারটির প্রি-অর্ডার শুরু হয়েছে। চলতি বছরের শেষেই ইউরোপের বাজারে আসবে বৈদ্যুতিক ভেসপা। স্কুটারটি কিনতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের গ্রাহকদের অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত।

এক নজরে ফিচারসমূহ:

নতুন এই স্কুটারটির নাম বলা হয়েছে ভেসপা ইলেটট্রিকা।

একবার পূর্ণ চার্জে ৬২ মাইল পাড়ি দেবে স্কুটারটি।

ব্যাটারি প্যাক ১০ বছর স্থায়ী হবে বলে ধারণা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

৪ কিলোওয়াট বা ৫.২ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে স্কুটারের বৈদ্যুতিক মোটর, যা ৫০সিসি স্কুটারের সমান।

হ্যান্ডলবারের মধ্যে একটি ৪.৪ ইঞ্চি টিএফটি পর্দাও রাখা হয়েছে ভেসলা ইলেটট্রিকায়।

২০১৬ সালে প্রথম এই বৈদ্যুতিক স্কুটারটির ঘোষণা দিয়েছিল ভেসপা। আর ইতোমধ্যে বৈদ্যুতিক স্কুটার বিক্রি শুরুও করেছে অনেক প্রতিষ্ঠান।

Exit mobile version