টিপস ও টিউটোরিয়াল

কেউ অনলাইনে ভয় দেখাচ্ছে?

By Baadshah

August 26, 2018

অনলাইনে কাউকে কোনো কিছুতে প্রলুব্ধ করে বা কোনো দুর্বলতা নিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা বা ভয় দেখানোর নাম সাইবার বুলিং।

কেউ অনলাইনে ভয় দেখালে যা করবেন

এমন ঘটনা ঘটলে কখনোই চুপ করে থাকা যাবে না, সবার আগে নির্ভয়ে বাবা-মাকে কিংবা স্থানীয় অভিভাবককে জানাতে হবে। বাবা-মায়েদেরও এক্ষেত্রে সরাসরি আইনের সাহায্য নেয়া উচিত। মনে রাখবেন, চুপ করে থাকলে সমস্যা কমবে না বরং অপরাধী আরও সাহস পেয়ে যাবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনগত সহযোগিতা দেয় এমন প্রতিষ্ঠানের শরণাপন্ন হোন।

মনে রাখবেন, হয়রানির শিকার যে কেউ সরাসরি বিটিআরসিতে যোগাযোগ করতে পারেন। বিটিআরসি ফোনে ও ইমেইলে দুইভাবেই অভিযোগ গ্রহণ করে থাকে। বিটিআরসির কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্স রেসপন্স টিম এ ধরণের সমস্যায় সহায়তা করে থাকে। বিটিআরসিতে হয়রানির অভিযোগ জানাতে কল করতে পারেন (০২)৭১৬২২৭৭ নম্বরে বা ইমেইল পাঠাতে পারেন contact@csirt.gov.bd ঠিকানায়। এছাড়াও, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন ১০৯২১ নম্বরে ফোন করলেও গোপনীয়তা রক্ষা করে এ ধরণের সমস্যার সমাধান করা হয়।

রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download