TechJano

কেন তিনটি অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক?

ফেসবুক বড় চালাক। একটি করে অ্যাপ কিনছে, তারা বড় হওয়ার আগে বন্ধ করে দিচ্ছে যাতে কেউ তার প্রতিদ্বন্দ্বী না হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের তিনটি অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে।
সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও ব্যবহারকারী কম হওয়ায় অ্যাপ তিনটি বন্ধ করতে হচ্ছে ফেসবুককে।
অ্যাপ তিনটি হলো ফেসবুক ভিত্তিক ফিটনেট অ্যাপ ‘মুভিস’, অ্যান্ড্রয়েড অ্যাপ ‘হ্যালো’ এবং বেনামী সামাজিক যোগাযোগ অ্যাপ ‘টিবিএইচ’।
২০১৪ সালে মুভিস অ্যাপটি ফেসবুকে দেয় কর্তৃপক্ষ। অ্যাপটির সাহায্যে প্রতিদিনের শরীর চর্চার কাজগুলো যেমন, হাঁটাচলা, সাইকেল চালানো, দৌঁড়ানো ইত্যাদি রেকর্ড করে জানা যায়। এটি চলতি মাসের ৩১ তারিখ বন্ধ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডভিত্তিক হ্যালো অ্যাপটি ২০১৫ সালে মাধ্যমটিতে ছাড়া হয়। অ্যাপটির সাহায্যে ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়ার ব্যবহারকারীরা যৌথভাবে তাদের কন্টাক নম্বর ফেসবুকে জমা রাখতে পারে। যেটি সামনের কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ করবে ফেসবুক।
ফেসবুকের পণ্য ব্যবস্থাপক নিকিতা বিয়ের টিবিএইচের সহপ্রতিষ্ঠাতা। অ্যাপটি সামাজিক মাধ্যমে বেনামী অনেকিছুই সনাক্ত করার কাজ করে। এটি বেশি ব্যবহার করতো যুক্তরাষ্ট্রের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
২০১৭ সালে অ্যাপটি ফেসবুকের সঙ্গে যুক্ত হলেও তা কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে।
ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানায়, অ্যাপগুলোর অনেক ব্যবহারকারী আছেন তা আমরা জানি। বন্ধ হলেও তারা অন্য কোন উপায়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন এমন আশাবাদ রয়েছে। তাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফেসবুক অ্যাপগুলো বন্ধ করার ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের ডেটা মুছে দেবে বলেও জানিয়েছে।

Exit mobile version