TechJano

কেমন চলছে ইয়ামাহার তিন চাকার মোটরসাইকেল? (ভিডিও)

তিন চাকার মোটরসাইকেল! শুনতে একটু অবাক লাগছে, তাই না? কেউ কেউ হয়তো তিন চাকার মোটরসাইকেলের কথা শুনে থাকবেন হয়তো। শুনে থাকলেও দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি। বিষয়টি একটু আশ্চর্যের হলে এবার এমন এক অদ্ভুত বাইক বাজারে এনেছে আন্তর্জাতিক মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা।

ইয়ামাহা তাদের এই তিন চাকার মোটরসাইকেলের নাম দিয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই এবং ‘কেন’ মানে হলো তরবারি। তার মানে তিন চাকার এই বাইকটিকে জাপানিরা দুই তরবারি হিসেবে চিনবে।

এটি একটি স্পোর্টস ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’। এই শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা। ইয়ামাহা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। বাইকটি তৈরিতে ইয়ামাহা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করেছে।

Exit mobile version