গেইম

কেমন হলো শাওমির ৬ বাটনের গেমিং মাউস?

By Baadshah

June 11, 2018

চীনভিত্তিক প্রযুক্তি কোম্পানি শাওমি প্রায় সব ধরনের ইলেক্ট্রনিক্স তৈরির পর এবার আনছে গেমিং মাউস। তাদের সদ্য উন্মোচিত গেমিং ল্যাপটপ ‘এমআই এমআইএক্স ২এস’ এর সঙ্গে যাতে একই ব্র্যান্ডের মাউস ব্যবহার করা যায় সে চিন্তা থেকেই এটি তৈরি করা হয়েছে। মাউসটির মূল্য ধরা হয়েছে ২৪৯ ইউয়ান বা প্রায় ৩ হাজার ৮০০ টাকা।

মাউসটি ব্যবহার করা যাবে তার ছাড়াই। তবে চাইলে তারসহও মাউসটি ব্যবহার করা যাবে। হালফ্যাশনের আরজিবি লাইটিং মাউসে দেয়া হয়েছে। সঙ্গে আছে ৬টি বাটন যা সহজেই ব্যবহার করা যাবে। দ্রুত কার্সর নাড়ানোর জন্য আছে সর্বোচ্চ ৭২০০ ডিপিআই গেইমিং সেন্সর। সর্বোচ্চ ৫টি স্পিড মোড প্রোগ্রাম করা যাবে। মাউসটির ডান পাশে দেয়া হয়েছে ৩টি গেইমিং বাটন। ট্র্যাকিং অ্যাক্সেলেরেশন দেয়া হয়েছে ৩০জি আর ট্র্যাকিং স্পিড থাকছে ১৫০ আইপিএস। সর্বোচ্চ ১০০০ হার্জ পোলিং অপশন সেট করা যাবে।

তথ্যসূত্র:গিজচায়না