খেলা

কেমন হলো KKR IPL 2025 Auction, গতবারের চ্যাম্পিয়ন একাদশের ৯ জনই দলে

By Sajia Afrin

November 25, 2024

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই যদি মেগা নিলাম থাকে, তবে চ্যাম্পিয়ন স্কোয়াডের ক্রিকেটারদের দলে ফেরানো বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সব দলের কাছেই। কেকেআর এক্ষেত্রে সেই চ্যালেঞ্জ সামলেছে দারুণভাবে। গতবারের আইপিএল ফাইনালে যে ১১ জন কলকাতার জার্সিতে মাঠে নামে, এবার তাঁদের ৯ জনকে দলে ফেরাতে পেরেছে কেকেআর। এছাড়াও যে সব ক্রিকেটার হাতছাড়া হয়েছে কেকেআরের, তাঁদের লাইক টু লাইক পরিবর্তও খুঁজে নিয়েছে কলকাতা। সব মিলিয়ে নিলামে কেকেআরের পারফর্ম্যান্স দুর্দান্ত বলা চলে।

আইপিএল ২০২৪-এর ফাইনালে কেকেআরের টিম রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

কেকেআর দলে কারা ফিরল

গতবার ফাইনালে নামা এগারো জনের মধ্যে কেকেআর দলে ফেরাতে পেরেছে ৯ জনকে। কেবল ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ও অজি পেসার মিচেল স্টার্ক যোগ দিয়েছেন অন্য দলে।

রহমানউল্লাহ গুরবাজ- নিলাম থেকে ২ কোটি টাকায় দলে ফেরায়।

সুনীল নারিন- ১২ কোটি টাকায় রিটেন করে।

বেঙ্কটেশ আইয়ার- নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে ফেরায়।

শ্রেয়স আইয়ার- ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় যোগ দেন পঞ্জাব কিংসে।

রিঙ্কু সিং- ১৩ কোটি টাকায় রিটেন করে।

আন্দ্রে রাসেল- ১২ কোটি টাকায় রিটেন করে।

রমনদীপ সিং- ৪ কোটি টাকায় রিটেন করে।

মিচেল স্টার্ক- ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় যোগ দেন দিল্লি ক্যাপিটালসে।

বৈভব আরোরা- নিলাম থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় দলে ফেরায়।

হর্ষিত রানা- ৪ কোটি টাকায় রিটেন করে।

বরুণ চক্রবর্তী- ১২ কোটি টাকায় রিটেন করে।

এছাড়া স্কোয়াডের আর কোন ক্রিকেটারকে নিলাম থেকে ফিরিয়েছে কলকাতা গতবারের স্কোয়াডে থাকা অংকৃষ রঘুবংশীকে এবার নিলাম থেকে ৩ কোটি টাকায় দলে ফেরায় কলকাতা। ফিল সল্টকে নিলাম থেকে দলে ফেরানোর মরিয়া চেষ্টা করে কলকাতা। তবে ব্যর্থ হয় তারা। সুয়াশ শর্মা ইতিমধ্যেই নিলামে হাতছাড়া হয়েছে কলকাতার। কেকেআর তাঁকে দলে ফেরানোর চেষ্টা করেনি। যদিও শ্রেয়সের জন্য ১০ কোটি পর্যন্ত দর হাঁকে কেকেআর। মিচেল স্টার্কের জন্যও নিলামে আগ্রহ দেখিয়েছিল কেকেআর। আশা করা হচ্ছে নিলামের দ্বিতীয় দিনে নীতীশ রানাদের দলে ফেরানোর চেষ্টা করবে কেকেআর।

নিলামের টেবিলে সুপারহিট কেকেআর সুতরাং, আইপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে দলে ফেরানোর যে পরিকল্পনা করেছিল কেকেআর, তা দারুণভাবে সফল হয়েছে বলা যায়। স্টার্কের বদলি হিসেবে কেকেআর পেয়ে গিয়েছে আগুনে গতির প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়াকে। ফিল সল্টের বদলি হিসেবে ওপেনার তথা উইকেটকিপার হিসেবে কলকাতা দলে নিয়েছে কুইন্টন ডি’কককে। সুয়াসের বদলি হিসেবে কলকাতা দলে নিয়েছে মায়াঙ্ক মার্কান্ডেকে।

অর্থাৎ, হাতছাড়া হওয়া ক্রিকেটারদের লাইক টু লাইক পরিবর্তও খুঁজে নিয়েছে কেকেআর। সুতরাং, ইতিমধ্যেই আইপিএল নিলামে কেকেআরের পারফর্ম্যান্সকে সুপারহিট বলা যায়।