করপোরেট

কোকা কোলার সাথে সহজের চুক্তি স্বাক্ষর

By Editor

April 26, 2019

সম্প্রতি, কোকা কোলা ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের (আইবিপিএল) সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে সহজ। এ অংশীদারিত্বের মাধ্যমে সহজ ও কোকা কোলা (আইবিপিএল) একসাথে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোকা কোলার (আইবিপিএল) কান্ট্রি ম্যানেজার তাপস মন্ডল এবং সহজ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অপারেশনস রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানেরই উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।