ট্রাভেলিং টিকেটসহ হোটেল বুকিং ইত্যাদি এখন কমবেশি সবাই অনলাইনেই কেটে নেন।কিন্তু, একটু সচেতনতার জন্য অনেকে আবার এসব ক্ষেত্রে প্রতারিতও হয়ে থাকেন।চলুন তবে দেখে নেই ট্যুরে যাওয়ার আগে অনলাইন বুকিং সতর্কতাসমূহ:
• কেবল ছবি দেখেই হুট করে ডিসিশন না নিয়ে ফেইসবুকে রিভিউ দেখে নিন। • গুগলেও একই সেবাপাবেন, বোনাস হিসাবে স্যাটেলাইট ভিউতে আগে থেকে দেখেও নিতে পারেন। • টিকেট কাটলে অবশ্যই ওয়েবসাইট সুরক্ষিত কি না নিশ্চিত হয়ে নিন। (ওয়েবসাইটের নামের শুরুতে https:// থাকা আবশ্যক) • হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। • টিকেট কাটা ও অর্থ পরিশোধ ইত্যাদির জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহার না করে সিকিউরড কানেকশন ব্যবহার করুন।
রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download