TechJano

কোথাও ঘুরতে যাচ্ছেন?

ট্রাভেলিং টিকেটসহ হোটেল বুকিং ইত্যাদি এখন কমবেশি সবাই অনলাইনেই কেটে নেন।কিন্তু, একটু সচেতনতার জন্য অনেকে আবার এসব ক্ষেত্রে প্রতারিতও হয়ে থাকেন।চলুন তবে দেখে নেই ট্যুরে যাওয়ার আগে অনলাইন বুকিং সতর্কতাসমূহ:

• কেবল ছবি দেখেই হুট করে ডিসিশন না নিয়ে ফেইসবুকে রিভিউ দেখে নিন।
• গুগলেও একই সেবাপাবেন, বোনাস হিসাবে স্যাটেলাইট ভিউতে আগে থেকে দেখেও নিতে পারেন।
• টিকেট কাটলে অবশ্যই ওয়েবসাইট সুরক্ষিত কি না নিশ্চিত হয়ে নিন। (ওয়েবসাইটের নামের শুরুতে https:// থাকা আবশ্যক)
• হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
• টিকেট কাটা ও অর্থ পরিশোধ ইত্যাদির জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহার না করে সিকিউরড কানেকশন ব্যবহার করুন।

রিভ অ্যান্টিভাইরাস ফ্রি ট্রায়াল ডাউনলোড করতে ভিজিট করুনঃ https://www.reveantivirus.com/download

নিরাপদ মোবাইল ব্যাংকিং পরামর্শ

Exit mobile version