জাননে কি, দেশে আরও ১৬০ উপজেলায় আইসিটি ট্রেইনিং সেন্টার হচ্ছে। সরকার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। আপনার উপজেলা আছে তো? সরকার আরও ১৬০ উপজেলায় আইসিটি ট্রেইনিং এবং রিসার্চ সেন্টার করছে। এজন্য ৮৪৫ কোটি ৪২ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে সরকার ৪০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় একই ধরণের আইসিটি ট্রেইনিং এবং রিচার্চ সেন্টার করেছে।
প্রকল্পটি বাস্তবায়িত হবে কোরিয়া সরকারের ইকনোমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভ ফান্ডের অর্থায়নে। তারা সব মিলে ৭৬ দশমিক ০২২ মিলিয়ন ঋণ হিসেবে দিচ্ছে। ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরের ঋণের সুদের হার মাত্র শূন্য দশমিক এক শতাংশ।
আর এটি বাস্তবায়ন করবে সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আইসিটি শিক্ষা প্রদানও এই সেন্টারগুুলো হতে দেয়া হবে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। প্রকল্পের আওতায় নির্বাচিত ১৬০টি উপজেলায় চার তলার ভিত্তি দিয়ে প্রাথমিকভাবে দুই তলা ভবন করা হবে ।