অ্যাপ রিভিউ

কোন অ্যাপে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবল?

By Baadshah

June 06, 2018

লাইভ মিডিয়া লিমিটেড ফিফা বিশ্বকাপের এক্সক্লুসিভ ‘রাইটস’ নিয়ে এসেছে বাংলাদেশে। এর ফলে অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি খেলা। মোবাইলফোন অপারেটর রবি ও এয়ারটেলের গ্রাহকরা মাই স্পোর্টস অ্যাপের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল লাইভ (সরাসরি) দেখতে পারবেন। মাই স্পোর্টস ব্যবহারকারীরা এসএমএস-এর মাধ্যমে পাবেন খেলার সব আপডেট, আইভিআরের মাধ্যমে শুনতে পারবেন খেলার লাইভ কমেন্ট্রি এবং ওয়াপ সার্ভিসের মাধ্যমে পাবেন খেলার ভিডিও দেখার সুযোগ।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে লাইভ মিডিয়ার মাই স্পোর্টসের এই সুবিধাটি উন্মুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, লাইভ মিডিয়া লিমিটেডের কর্ণধার শরীফুদ্দীনসহ আরও অনেকে। সুবিধাটি পেতে হলে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাই স্পোর্টস অ্যাপ। মাই স্পোর্টস-এর ফেসবুক পেজ- https://www.facebook.com/robimysports/