টিপস ও টিউটোরিয়াল

কোন পাসওয়ার্ড ও পিন ব্যবহার বিপজ্জনক

By Sajia Afrin

May 18, 2024

স্মার্টফোনে পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি এটিএম কার্ড, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সাইটসহ অনেক কিছুতেই চার সংখ্যার পিন (পারসোনাল আইডেন্টিটি নাম্বার) ব্যবহার করতে হয়। কিন্তু সহজে মনে রাখার জন্য সাধারণ মানের পিন ব্যবহার করেন অনেকেই।

বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া পিন হলো ‘1234’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘1111’ ও ‘0000’। এরপর রয়েছে যথাক্রমে ‘1212’, ‘7777’, ‘1004’, ‘2000’, ‘4444’, ‘2222’ ও ‘6969’।

এসব পিন বিশ্লেষণ করে কিছু প্রবণতা লক্ষ করা গেছে। বেশির ভাগ ব্যবহারকারীই পিন দেওয়ার সময় সংখ্যার পুনরাবৃত্তি, একই ধরনের সংখ্যার ব্যবহারসহ কিবোর্ডের বাঁ থেকে ডান দিকে ক্রম অনুযায়ী অক্ষর পিন হিসেবে ব্যবহার করে থাকেন।

শক্তিশালী পিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের গ্লোবাল সাইবার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক মুর জানিয়েছেন, সাধারণ বা সহজ পাসকোড ব্যবহার করলে সাইবার হামলাকারীদের সহজে লক্ষ্যবস্তুতে পরিণত হতে হয়।

কিন্তু তারপরও অনেকে নিজেদের জন্মতারিখ বা নিজেদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যনির্ভর কোড ব্যবহার করেন, যা সহজেই অনুমান করা সম্ভব।