ই-কমার্স

ক্যানন 5D Mark IV ডিএসএলআর ক্যামেরা রিভিউ

By Baadshah

July 27, 2019

ডিএসএলআর ক্যামেরার মেনুফেকচারার বলতে যারা পরিচিত তাদের মধ্যে ক্যানন অন্যতম।বর্তমানে টপ ডিএসএলআরগুলোর যদি একটি লিস্ট করা হয় তবে তার৭০% জুড়েই থাকবে ক্যানন এরই মধ্যে ক্যানন কোম্পানি বাজারে নিয়ে এসেছে 5D Mark IV ডিএসএলআর ক্যামেরা।এই উন্নতমানের ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরাটিতে আছে ৩০.৪ মেগাপিক্সেল সেন্সর, ৪০৯৬ x ২১৬০ ভিডিও রেজোলিউশান, ৮.৮ মেগাপিক্সেল ৪কে স্টিল ইমেজ, হাইডাইনামিক রেঞ্জ ভিডিও রেকর্ডিং, বিল্ট-ইন টাইমল্যাপ্স, ১২০এফপিএস এইচডি রেকর্ডিং, ৩.২ ইঞ্চি টাচস্ক্রীন এবং ১.৬ মিলিয়ন ডট রেজোলিউশান।ক্যামেরাটি পুরোপুরি ওয়েদার সিল্ড। ৪কে ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরাটি অতুলনীয়।ডিএসএলআর ক্যামেরাটি ডুয়েল পিক্সেলর ’ফাইল সাপোর্ট করে।র’ ফাইলে ছবি তোলার পর ইচ্ছেমতো ফিল্ডের ডেপথ্ সমন্বয় করা যায়। ফুল ফ্রেম ক্যামেরাটির অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ডিজিক৬+ ইমেজ প্রসেসর, ৬১-পয়েন্ট অটোফোকাস সিস্টেম, ৪১ক্রস পয়েন্টস ওইওএস আইটি আর ট্র্যাকিং।ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৭ ফ্রেম পর্যন্ত শুট করতে পারে।সুপার ফাস্ট ডুয়েল পিক্সেল সিএমওএস অটোফোকাস টেকনোলজি ক্যামেরাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্যামেরাটিতে আরও আছে বিল্ট-ইন ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি, ২ টি মেমোরি কার্ড স্লট, মাইক্রো ফোন জ্যাক, হেড ফোন জ্যাক এবং ইউএসবি ৩.০পোর্ট।বর্তমানে ডিএসএলআর টি বাংলাদেশে পাওয়া যাচ্ছে।বাংলাদেশি টাকায় ১,৮০,০০০ টাকা গুণতে হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ডিএসএলআরটি কিনতে হলে।