অ্যাপ রিভিউ

ক্রোম এক মাস পর পরই আপডেট নেবে

By Baadshah

March 14, 2021

জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এখন থেকে প্রতিমাসে আপডেট হবে। মূলত গোপনীয়তা, নিরাপত্তা, গতি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল। সম্প্রতি এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি নতুন ফিচার দ্রুত পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত এক দশক ধরে প্রতি দেড় মাসে আপডেট হতো ক্রোম।

জানা গেছে, ‘গুগল ক্রোম ৯৪’ সংস্করণের কার্যক্রম চলতি বছরের জুলাই, আগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যেই শুরু হবে। এছাড়া যুক্ত হবে নতুন ‘এক্সটেন্ডেড স্টেবল’ অপশন। যা দুই মাস পর পরই আপডেট হবে।

সার্চ ইঞ্জিন গুগল জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ক্রোম ওএস ভার্সনে দ্রুতগতির আপডেট আনার কার্যক্রম চলছে। মোবাইল ও ডেস্কটপ দুই ক্ষেত্রেই গুগল ক্রোমের এই উন্নতি লক্ষ্য করা যাবে।