TechJano

গতির ঝড় তুলতে এলো বনভিল স্পিডমাস্টার বাইক, জেনে নিন কেমন হচ্ছে?

ব্রিটেনের বৃহত্তম বাইক প্রস্তুতকারক সংস্থা ট্রাম্প নতুন এক বাইক বাজারে এনেছে।, যা সড়কে গতির ঝড় তুলবে। বাইকটির মডেল বনভিল স্পিডমাস্টার। ১৯৮৩ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন জন ব্লোর। ট্রাম্প মূলত অ্যাডভেঞ্চার, ক্রুজার, মডার্ন ক্লাসিকস, রোডস্টার অ্যান্ড সুপারস্পোর্টস-এই ধরনের বাইক তৈরি করে। আন্তর্জাতিক বাজার মাতাতে ট্রাম্প নিয়ে এসেছে দুর্দান্ত ফিচারের ক্রুজার বাইক বনভিল স্পিডমাস্টার।

১২০০ সিসির প্যারালাল টুইন ইঞ্জিনের নতুন এই বাইকটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলে দিয়েছে। অনেকটা স্কাউট ববারের মতোই দেখতে স্পিডমাস্টার। এর দাম ২০ লাখেরও বেশি।

এর আগে ২০১৫ সালে আন্তর্জাতিক বাজারে ট্রাম্প এই মডেলটি নিয়ে এসেছিল। বনভিল পরিবারের সপ্তম সদস্য স্পিডমাস্টার ২০১৮ সালের মডেলটি। এটি একটি ক্রুজার বাইক।

২৫৪ কেজি ওজনের স্পিডমাস্টারের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তবে বরাবের মতো স্টাইলিশ লুক দেওয়া হয়নি। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান বনভিলের ঐতিহ্যবাহী লুকটাই রেখে ফিচারে পরিবর্তন এনেছে।

সাসপেনশন, গিয়ার, হেডলাইট থেকে শুরু করে টায়ারের ক্ষেত্রেও যথেষ্ট বদল এনেছে বাইকপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই। ৬ গিয়ারবিশিষ্ট বাইকটিতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল। বিশ্বের বেস্ট সেলিং বাইকের মধ্যে ট্রাম্প বনভিল অন্যতম। স্পিডমাস্টারও বেস্ট সেলিং বাইক হবে বলেই আশা করছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version