প্রযুক্তি গল্প

গল্প বলবে ‘জাস্ট স্টোরিজ’

By Editor

June 15, 2019

প্রযুক্তি ভিত্তিক মাধ্যমে ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পন্য এবং প্রতিষ্ঠানের বাজার প্রসারে কাজ করতে যাত্রা শুরু করলো দেশের ‘প্রথম কন্টেন্ট স্টার্ট-আপ’’ জাস্ট স্টোরিজ।

সম্প্রতি (শনিবার) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত উদবোধনী অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিচিতি বাড়াতে ‘কন্টেন্ট ভিত্তিক’ বিপনণের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বৃতি সাবরিন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন এবং জাস্ট স্টোরিজের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক।

টেলিভিশন ব্যক্তিত্ব খ. ম. হারূনতথ্য প্রযুক্তির পরিবর্তনের সাথে মানুষের যোগাযোগ মাধ্যমের পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরেন।সংযোগের উন্নয়নের সাথে সাথে পন্যের বিপনণ প্রক্রিয়ায় পরিবর্তন আনার উপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা।

প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বৃতি সাবরিন বলেন, জাস্ট স্টোরিজ হবে একঝাঁক তরুন গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সাথে ভোক্তাদের সংযুক্ত করার অদম্য ইচ্ছা নিয়ে কাজ করবে।

অনুষ্ঠানে বৃতি সাবরিন ব্র্যান্ডের বর্তমান বাজার পরিস্থিতির বিপরীতে কন্টেন্টভিত্তিক কাজের কার্যকারিতা এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এ সময় বোর্ড অব ডিরেক্টরস, অ্যাডভাইসরস, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

জাস্ট স্টোরিজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাজের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজও করবে। জুনের শেষ নাগাদ জাস্ট স্টোরিজ পরিপূর্ণভাবে তাদের কার্যক্রম শুরু করবে।বিস্তারিত: juststorys.com