ইভেন্ট

গিগাবাইটের গেমিং জোন পরিদর্শনে খুলনার সিটি মেয়র ও এমপি

By Baadshah

February 20, 2019

খুলনা সিটিতে অনুষ্ঠিত হচ্ছে টানা ৫ দিন ব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৯। ১৬ তারিখে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার যাএা শুরু হয়।এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও বিশেষ অতিথি ছিলেন শেখ সালাউদ্দিন জুয়েল, সাংসদ সদস্য খুলনা -২,বিসিএস এর সভাপতি ইঞ্জিঃসুব্রত সরকার ও গিগাবাইটের পোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। গিগাবাইটের স্টলে ভিজিটরদের জন্য ছিল প্রোডাক্ট ডিসপ্লের ব্যবস্থা।এতে গিগাবাইটের মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিক্স কার্ড,পাওয়ার সাপ্লাই, কীবোর্ড ও মাউস ডিসপ্লে করা হয়েছে। এই মেলাতে গিগাবাইট এর সৌজন্যে পিসি গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এতে ফিফা ১৯ এবং এনএফএস গেমস্ খেলার সুযোগ থাকছে গেমারস্দের।এছাড়াও বিনোদনের জন্য ভিআর গেমিং প্রতিযোগিতার আয়োজন করে গিগাবাইট। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং গিগাবাইটের পক্ষ থেকে কুইজের বিজয়ী মাঝে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এই মেলা চলবে আগামী ২০ ই ফেব্রুয়ারি পযন্ত ।