জনপ্রিয়

গিগাবাইট গেমারস নাইট অনুষ্ঠিত

By Editor

July 04, 2019

গত ২৭ জুন রাজধানীর ধানমন্ডি উঠানবাড়ি রেস্টুরেন্টে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার গেমারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ‘গিগাবাইট গেমারস নাইট’ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইনচার্জ এলান সূ।এ সময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজির পরিচালক জাফর আহমেদ, গিগাবাইট বাংলাদেশ এর কান্ট্রিম্যানেজার খাজা মো. আনাস খান ও প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।

উপস্থিত গেমারস্ দের মধ্যে বেস্ট গেমার ও টিমদের জন্য গিগাবাইটের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।এবং তাদের এন্টারটেইনমেন্ট এর জন্য লাইভ মিউজিক এর ব্যাবস্থা করা হয়।

উল্লেখ্য ১৯৮৬ সালে যাত্রা শুরু করে গিগাবাইট। বর্তমানে গিগাবাইট এ নতুন মডেলের পোডাক্ট সংযোজন হয়েছে। তাই উক্ত অনুষ্ঠানে গিগাবাইট এর মনিটর,মাদারবোর্ড,পাওয়ারসাপ্লাই,এসএসডি,চেসিস হেডফোন,কিবোর্ড,মাউসও প্রদর্শিত হয়।