TechJano

গিগাবাইট বাংলাদেশের বাজারে নিয়ে এলো অরাস আর টি এক্স সুপার গ্রাফিক্স কার্ড

এই কার্ডগুলিতে দুই রকমের ভিন্নতা আছে। একটি হলো গিগাবাইট আরেকটি অরাস। এই কার্ডগুলো বিগত আর টি এক্স 20 সিরিজ থেকে কোডা কোর প্রসেসিং এবং উচ্চ মানের ফ্রেকুয়েন্সি ব্যান্ডউইথ ব্যবহার করা হয়েছে । ওভারক্লকিংয়ের জন্য বিগত সিরিজ থেকে বেশি পাওয়ারফেস যুক্ত করা হয়েছে।
এই সিরিজের বাজার মূল্য যথাক্রমে ২০৮ এস গেমিং ওসি ৮জিসি ৭৯,০০০ টাকা,২০৬ এস অরাস ৮জিসি ৪৬,০০০ টাকা এবং ২০৭ এস গেমিং ওসি ৮জিসি ৫৫,০০০ টাকা।
গ্রাফিক্স কার্ডগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।

Exit mobile version