ক্যারিয়ার

গুগলে কিভাবে সহজে বিজ্ঞাপন দেওয়া যাবে?

By Baadshah

July 05, 2018

যাঁরা গুগলে বিজ্ঞাপন দিতে চান তাঁরা এখন থেকে খুব সহজেই গুগল বিজ্ঞাপন দিতে পারবেন। গুগল স্মার্ট ক্যাম্পেইনস নামের একটি ফিচার চালু করেছে তাতে এক মিনিটের মধ্যেই গুগলের জন্য বিজ্ঞাপন তৈরি করে ফেলা যাবে।

গুগল সম্প্রতি তাদের অ্যাডওয়ার্ডসকে গুগল অ্যাডস নামে ডাকা শুরু করেছেন। গুগলের ব্লগে বলা হয়েছে, গুগল অ্যাডস পরিচিতির মাধ্যমে ছোট ব্যবসায়ীরা ডিফল্ট অ্যাড অভিজ্ঞতা হিসেবে স্মার্ট ক্যাম্পেইনস ব্যবহার করতে পারবেন। এ বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে এ সুবিধাটি চালু হয়ে যাবে। প্রায় ১৮ বছর আগে গুগল তাদের বিজ্ঞাপন সুবিধা চালু করে।

গুগল অ্যাডসে উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞাপনী বিভিন্ন বিষয় যুক্ত করে স্মার্ট ক্যাম্পেইনস চালু করা হয়েছে। এখন সহজে এক মিনিটে এমন বিজ্ঞাপন তৈরি করা যাবে তাতে সত্যিকারের ফল আসবে।

স্মার্ট ক্যাম্পেইনস ছাড়াও বিজ্ঞাপন টুল ‘ইমেজ পিকার’ আনবে গুগল। এ ক্ষেত্রে গুগলের ধারণা দেওয়া তিনটি ছবি বা নিজে তিনটি ছবি আপলোড করে বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে।

কিভাবে বিজ্ঞাপন দেওয়া যাবে, ধাপগুলো দেখে নিন-

  1. Set up your campaign
  2. Sign in to your AdWords account.
  3. On the page menu on the left, click Campaigns.
  4. Click the plus button , then select New campaign.
  5. Choose from the Leads, Sales, or Website Traffic goals
  6. Select the Display campaign type.
  7. Select Smart display campaign.
  8. Click Continue.
  9. Pick your geographic and language targeting for this campaign.
  10. Enter your daily budget and CPA bid.
  11. Click Save and Continue.