দেশ

গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট বঙ্গবন্ধুকে নিয়ে এলো

By Baadshah

March 21, 2020

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে জানতে চালু হলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণটিকে স্মরণীয় করে রাখতে এই টুলটি তৈরি করেছে দেশি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। এই অ্যাসিস্ট্যান্টটি বঙ্গবন্ধুকে নিয়ে সব তথ্য খুঁজে এক জায়গায় জড়ো করবে এবং ইন্টারেক্টিভ ভয়েস এর মাধ্যমে ব্যবহারকারীর সাথে কথপোকথন করবে।

ব্যবহারকারীরা ভয়েস বা কণ্ঠস্বর ব্যবহার করেই এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ১৯ মার্চ আইসিটি বিভাগে অ্যাসিস্টেন্টটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক এমপি। কৃত্রিম বুদ্ধিমত্তার এই টুলটি ব্যবহার করে তরুণ বা বিদেশীরা সহজেই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন বলে জানিয়েছেন প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নিজামী। এখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনা যাবে। খেলা যাবে কুইজও।

অ্যাসিস্ট্যান্টটি তৈরিতে ব্যবহার হয়েছে দোস্ত এআই (DOST.AI) এআই ইঞ্জিন। এটি গুগল অ্যাসিস্ট্যান্ট ফোন, অ্যান্ড্রয়েড, আইওএস এবং গুগল হোম ডিভাইসে ব্যবহার করা যাবে। এই এআইটি ব্যবহার করতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে কেবল – ‘ওকে গুগল, টক টু বঙ্গবন্ধু হান্ড্রেড’ বললেই গুগল- এ অ্যাকটিভ হয়ে যাবে টুলটি। এ ছাড়াও https://dost.ai/mujib100 লিংকে গিয়ে মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।