TechJano

গুগল কিপ এখন কিপ নোটস

গুগল এর নোট অ্যাপ গুগল কিপ। জনপ্রিয় এই অ্যাপ এর নাম বদলে হল কিপ নোটস। তবে আপাতত শুধু অ্যান্ড্রয়েড এ এই নাম পরিবর্তন হয়েছে। আইওএস এ এখনো কিপ নামেই এই অ্যাপ পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন আপডেটে এই অ্যাপ এর নাম ও আইকন পরিবর্তিত হয়েছে।

নতুন এই আপডেটের পরে অ্যাপ এর নোট নেওয়ার ক্ষমতাকে আরও প্রাধান্য দিতে চাইছে কোম্পানি। এখনো আইওএস ও ওয়েব অ্যাপ এর নাম বদল হয়নি। নতুন এই নামে গুগল কিপ অ্যাপ এর নোট নেওয়ার ক্ষমতায় আরও প্রাধান্য দিতে চাইছে গুগল। এই অ্যাপ দিয়ে নোট, ছবি, তালিকা, সেভ করেব রাখা যায়। এছাড়াও ভয়েস মেমো ও চলার পথে স্ক্রিনে কিছু এঁকে সেভ করে রাখা যায় এই অ্যাপ দিয়ে।

তবে ইতিমধ্যেই প্লে-স্টোর এ একাধিক নোটস অ্যাপ আছে। নতুন নামের পরে সেই সব অ্যাপের ভিড়ে হারিয়ে যেতে পারে “কিপ নোটস” অ্যাপ। নতুন নামে এই অ্যাপ এখনো প্লে-স্টোর এ পৌঁছায়নি। তবে এপিকে ফাইল ডাউনলোড করে এই অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা যাবে।

Exit mobile version