প্রযুক্তি বিশ্ব

গুগল জুম অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল

By Baadshah

April 10, 2020

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। তাই বিশ্বের নানান প্রান্তের মানুষ এই মুহূর্তে নিজের বাসাকেই কর্মস্থল হিসেবে বেছে নিয়েছেন। এজন্য ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জুম অ্যাপ্লিকেশনকে কাজে লাগাচ্ছিলেন তারা। এবার এই জুম অ্যাপই নিষিদ্ধ করল গুগল।

এ ব্যাপারে গুগলের মুখপাত্র জোসে কাস্টানেডার জানান, কর্মীদের ল্যাপটপ থেকে জুমকে নিষিদ্ধ করে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তথ্য নিরাপত্তা। তিনি বলেন, সম্প্রতি আমাদের সিকিওরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না।

আমাদের অ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিওরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনও ভাবেই মেলে না এই অ্যাপ্লিকেশন। গুগলের এই মুখপাত্র আরো বলেন, যদিও গুগল মোবাইল অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে।