ইভেন্ট

গুগল ডুডলে মঙ্গল শোভাযাত্রার বর্ণিল হাতি

By Baadshah

April 14, 2018

পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। নতুন বছরে গুগল ডুডলের মাধ্যমে সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছে। গুগল বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ দিনে, বিশেষ ব্যক্তির জন্মদিনে এ ডুডল দেখায়। ২৬ মাচ স্বাধীনতা দিবসেও গুগল ডুডল তৈরি করেছিল। গুগল ডটকমে গেলে বাঙালিরা রঙিন সাজের ডুডলটি দেখতে পাবেন। ডুডলটিকে হাতি আকৃতির রঙ বেরঙে সাজানো হয়েছে। ডুডল পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গুগল লিখেছে, বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি বাংলাদেশে উৎসবমুখর ভাবে পালন করা হয়। মোগল বাদশা আকবরের আমল থেকে হালখাতা উদযাপনের মাধ্যমে এটি পালিত হচ্ছে। পহলো বৈশাখ মানে নতুন করে শুরু করা। রমনা পার্কে বটগাছের নিচে এসো হে বৈশাখ গেয়ে এটি পালিত হয়। মঙ্গল শোভাযাত্রায় রঙ বেরঙে হাজারো মানুষ অংশ নেয়। সেই মিছিলের প্রতীকী বিশাল হাতিটিকে ডুডলে তুলে ধরেছে গুগল।