ফিচার

গুগল ড্রাইভের বদলে গুগল ওয়ান, কি সুবিধা থাকছে?

By Baadshah

August 27, 2018

চলতি বছরের মে মাসে গুগল ঘোষণা দিয়েছিল তাদের অনলাইন স্টোরেজ সার্ভিস ‘গুগল ড্রাইভে’র একটি নতুন সংস্করণ ‘গুগল ওয়ান’ এর। যদিও গুগল ড্রাইভ ও গুগল ওয়ানের বড় ধরনের কোনো পার্থক্য নেই; তবে পরিবর্তন যেটা চোখে পড়ার মত সেটা হলো এই স্টোরেজ সার্ভিস ব্যবহারে খরচের তালিকাটা। যেখানে স্বল্প খরচের কিছু প্ল্যান রেখেছে গুগল।

গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ সেবা গত মে মাসে নতুন নাম পায়। এ সময় এটি সাশ্রয়ী দামে গ্রাহককে দেওয়ার ঘোষণা আসে। এ সুবিধাটির নাম গুগল ওয়ান। এটা নতুন কিছু না, পুরোনো প্রডাক্ট যা গুগল ওয়ান নামে রিব্র্যান্ডিং করা হয়। এতে ক্লাউড সেবার ক্রেতারা কম খরচে গুগলের সেবা ব্যবহারের সুযোগ পান। এ বছরে এ সেবাটি চালু হতে পারে বলে সে সময় বলা হয়।

গুগল ওয়ানে সাধারণ প্রাইস প্ল্যান থাকার কথা বলা হয় বিজিআরে প্রকাশিত একটি ব্লগ পোস্টে। বলা হয়, এটা স্টোরেজ বাড়ানোর জন্য সহজ প্ল্যান । এতে গুগলের  কাছ থেকে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। জিমেইল, গুগল ড্রাইভ ও ফটোজে এখন যেভাবে সুবিধা পাওয়া যায় এটাও ঠিক একই রকম হবে। গুগল ওয়ানে এর বাইরেও কিছু অতিরিক্ত সুবিধা থাকবে।

গুগল ওয়ানে দামের কাঠামো হতে পারে—১৫ জিবি ফ্রি, ১০০ জিবি ১.৯৯ প্রতি মাসে ২০০ জিবি ২.৯৯ ডলার, ২ টিবি ৯.৯৯ মার্কিন ডলার যা আগে ছিল ১৯.৯৯ ডলার।

এতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে—

গুগল প্লে ক্রেডিট

নির্দিষ্ট হোটেলে লেনদেন সুবিধা

ফ্যামিলি শেয়ারিং

গুগল ওয়ান অ্যাকাউন্টে পরিবারের পঁচ সদস্য যুক্ত হতে পারবে।

এক টেরাবাইটের ব্যবহারকারীরা গুগল ওয়ান থেকে বেশি সুবিধা পাবেন বলে মনে হয়না। আমাজন, ড্রপবক্স কিংবা মাইক্রোসফটে এক টেরাবাইটের প্ল্যান আছে।গুগল ওয়ান মূলত আইক্লাউড ও ওয়ানড্রাইভের সঙ্গে টেক্কা দিতে হাজির করা হয়েছে।

নতুন সেবায় ১০০ গিগাবাইট স্টোরেজের মূল্য ধরা হয়েছে প্রতি মাসে ১ দশমিক ৯৯ ডলার, ২০০ গিগাবাইটের মূল্য ২ দশমিক ৯৯ ডলার এবং ২ টেরাবাইট স্টোরেজের মূল্য মাসে ৯ দশমিক ৯৯ ডলার। বর্তমানে যারা ১ টেরাবাইট স্টোরেজ ব্যবহার করছেন তারা বিনামূল্যে ২ টেরাবাইট পাবেন।

এছাড়াও যদি এর বেশি স্টোরেজ প্রয়োজন হয় তবে ২০ টেরাবাইট ও ৩০ টেরাবাইটের প্যাকেজও দেবে গুগল। তবে সে ক্ষেত্রে প্রতি মাসে ব্যয় করতে হবে যথাক্রমে ৯৯ দশমিক ৯৯ ও ২৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।

আগস্টের ১৫ তারিখ লাইফহ্যাকারের এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের সব পেইড ব্যবহারকারীর জন্য গুগল ওয়ান আগস্ট থেকে উন্মুক্ত করা হয়েছে। এটা এখন ক্লাউড সেবাগ্রহীতাদের কাছে প্রতিযোগিতা বাড়িয়ে দেবে।

স্টোরেজে পরিবর্তনগুলো দেখুন. নতুন রেট

১৫ জিবি: ফ্রি

১০০ জিবি: মাসে ২ ডলার

২০০ জিবি: মাসে ৩ ডলার

১ টেরা: নেই

২ টেরা: মাসে ১০ ডলার

১০ টেরা: ১০০ ডলার মাসে

২০ টেরা: ২০০ ডলার মাসে

গুগল ওয়ান সাবসক্রাইবারদের সুবিধা হল তারা রুমমেট বা পরিবারের সদস্যদের সঙ্গে এটা ভাগাভাগি করতে পারবেন। অর্থাৎ,শেয়ারড অ্যাকাউন্ট হবে এটি।

গুগলের কাছ থেকে ডেডিকেটেড কাস্টোমার সার্ভিস পাওয়া যাবে।

গুগল প্লে ক্রেডিট, হোটেল ডিসকাউন্টের মতো সুবিধাও থাকবে

গুগল কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে আরও বেশি সুবিধা আসবে এ সেবার খাতে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গুড়ল ওয়ানে অন্যদের তুলনায় দাম কমানো হয়েছে। তবে এক টেরাবাইট গ্রাহকদের জন্য দুঃসংবাদ হচ্ছে এখানে গুগল ব্যবসায়িক মারপ্যাচ লাগিয়েছে।গুগল অফার দিচ্ছে ৩ ডলারে ২০০ জিবি নিতে। ১০ ডলারে ২ টেরাবাইট যেতে বলছে।

এবার ফ্রি ক্লাউডগুলো সম্পর্কে জেনে নিন

আমাজন : ৫ জিবি

অ্যাপল: ৫ জিবি

বক্স: ১০ জিবি (প্রতি ফাইল ২৫০ এমবির বেশি হবে না)

ড্রপবক্স : ২ জিবি

গুগল: ১৫ জিবি

ওয়ান ড্রাইভ: ৫ জিবি

মেগা: ৫০ জিবি (প্রতি ছয় ঘণ্টায় ১ জিবি ট্রান্সফার)

বিজয়ী: নিঃসন্দেহে গুগল।

যুক্তরাষ্ট্রে নতুন এই সার্ভিসটি ড্রাইভ ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চালু করা হয়। তবে নতুন ব্যবহারকারীদের জন্য এতদিন তা উন্মুক্ত করা হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তাদের জন্যও খুলে দেওয়া হয়েছে গুগল ওয়ানের সার্ভিস।

গুগল ওয়ানে ব্যবহারকারীদের জন্য আরো বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে। যেমন—সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘন্টা এক্সপার্টদের সঙ্গে যোগাযোগের সুবিধা, যাতে ব্যবহারকারী যেকোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন তাৎক্ষনিক। আর ভবিষ্যতে ব্যবহারকারীরা গুগল প্লে ও গুগল সার্চে প্রাপ্ত হোটেলগুলো ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন।

এই মুহূর্তে শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের অন্যান্য দেশেও গুগল ওয়ানের সার্ভিস পাওয়া যাবে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।