TechJano

গুগল পডকাস্ট অ্যাপ শর্টওয়েভ, কি কাজ করে?

পডকাস্ট নিয়ে জানতে আগ্রহী? গুগল পডকাস্টকে অনেক গুরুত্ব দিচ্ছে। পডকাস্ট নিয়ে গুগলের নতুন অ্যাপ তারই প্রমাণ। অ্যান্ড্রয়েডে দুই মাস আগে পৃথক পডকাস্ট প্লেয়ার অ্যাপ চালুর পর আরেকটি পডকাস্ট অ্যাপ আনছে গুগল। গুগল পডকাস্ট অ্যাপটির নাম শর্টওয়েভ। গুগল এরিয়া ১২০ ইউনকিউবিটরে শর্টওয়েভ অ্যাপটি তৈরি হয়েছে। ওই ইনকিউবিটরে নতুন পণ্যগুলোকে বেড়ে ওঠার সুযোগ দেয় গুগল।

গুগল পডকাস্ট অ্যাপটির জন্য পেটেন্ট ফাইল করেছে। গুগল বলেছে, অ্যাপটি তৈরির লক্ষ্য হচ্ছে- ব্যবহারকারীদের নতুন পডকাস্ট খোঁজার এবং স্পোকেন ওয়ার্ড অডিও শোনার বা কথা বলে অডিও শোনার সুবিধা দেবে।


গুগলের নিজস্ব পডকাস্ট অ্যাপ দারুণ চলছে। এর মধ্যে নতুন অ্যাপ গুগল অ্যাসিট্যান্টে কিভাবে চলে সেটাই দেখার বিষয়।

গুগল বলেছে, শর্টওয়েভ অ্যাপটি ব্যবহারকারীদের সার্চ, অ্যাকসেস ও ডিজিটাল অডিও ফাইল প্লে করতে দেবে। এ ছাড়া অডিও ফাইলে লিংক শেয়ারের সুবিধা থাকবে। এটি মূলত স্পোকেন ওয়ার্ড কনটেন্টকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে। এ অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত পরে জানাবে।

যাঁরা পডকাস্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য নিশ্চিত ভালো কোনো সুযোগ আসছে। গুগল পডকাস্ট অ্যাপের পর শর্টওয়েভ অ্যাপ তারই প্রমাণ।

Exit mobile version