TechJano

গুগল পত্রিকার সাইটে বিজ্ঞাপনের কমিশন নিচ্ছে না

নোভেল করোনাভাইরাস মহামারীর সময়টিতে বিজ্ঞাপন প্রশ্নে সংবাদ প্রকাশকদের ছাড় দিচ্ছে গুগল। সংবাদ প্রকাশকদের অনলাইন সংস্করণে বিজ্ঞাপন দেখানোর জন্য আগামী পাঁচ মাস কোনো অর্থ নেবে না প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘গুগল অ্যাড ম্যানেজার’ ব্যবহারের খরচে ছাড় দিচ্ছে এই অনলাইন জায়ান্ট। ছোট পরিসরে এমনিতেও সেবাটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয় প্রতিষ্ঠানটি। তবে, বড় পরিসরে বিজ্ঞাপন দেখানোর সেবায় নির্ধারিত ফি নিয়ে থাকে গুগল।

করোনাভাইরাস বাস্তবতায় বিপাকে পড়েছেন সংবাদ প্রকাশকরা। বিশেষভাবে হুমকির মুখে রয়েছে ছাপা সংবাদপত্রের প্রকাশনা। বড় বিজ্ঞাপনদাতারা নিজেদের খরচ কমাতে গিয়ে বিজ্ঞাপন বাজেট সরিয়ে নিচ্ছেন বাজার থেকে। এরকম একটি অবস্থায় বেশ বিপদের মুখেই রয়েছে সংবাদ প্রকাশনা সংস্থাগুলো।

গণমাধ্যমগুলোর শিল্প-বাণিজ্য সংগঠন ‘ডিজিটাল কনটেন্ট নেক্সট’-এর প্রধান নির্বাহী জেসন কিন্ট জানিয়েছেন, সংবাদ প্রকাশনা শিল্পকে সহায়তা করবে এমন যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবেন তারা। গুগলের পদক্ষেপ প্রসঙ্গে কিন্ট বলেছেন, “তবে, ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায়ে গুগলের আধিপত্যকে ঘিরে যে উদ্বেগগুলো রয়েছে, সেগুলোর কোনোটিতে এ কারণে পরিবর্তন আসবে এমনটা ভাবা বোকামো হবে”।

Exit mobile version