প্রযুক্তি বিশ্ব

গুগল পিক্সেল ফোন ও ক্রোমবুকের প্রসেসর আনছে

By Baadshah

April 18, 2020

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল পিক্সেল ফোন ও ক্রোমবুক ল্যাপটপের জন্য নিজস্ব প্রসেসর তৈরি করছে, যা ডিভাইসগুলোর আগামী বছরের সংস্করণে ব্যবহূত হতে পারে। খবর দ্য ভার্জ।

গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপল শুরু থেকে নিজেদের বিভিন্ন ডিভাইসে নিজস্ব প্রসেসর চিপ ব্যবহার করে আসছে। এবার নিজেদের হার্ডওয়্যারের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে যাচ্ছে গুগল। বলা হচ্ছে, ‘হোয়াইটচ্যাপেল’ কোডনামে নিজস্ব প্রসেসর তৈরি করছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব ৮-কোর এআরএম প্রসেসর তৈরিতে স্যামসাংয়ের ৫ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে গুগল। এতে যুক্ত হতে পারে গুগলের মেশিনস লার্নিং প্রযুক্তি, যা গুগল ডিভাইসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষমতা বাড়াবে।