TechJano

গুগল ম্যাপস থেকে সরানো হলো উবার!

গুগল ম্যাপস-এর অ্যান্ড্রয়েড সংস্করণ থেকে সরানো হয়েছে উবারের বুকিং সেবা। এর আগে গুগল ম্যাপস-এর আইওএস সংস্করণ থেকে সরানো হয় এই ফিচারটি। ২০১৭ সালের জানুয়ারি মাসে উবারের বুকিং সেবা যোগ করা হয় গুগল ম্যাপস-এ। ম্যাপস-এর মধ্যেই গ্রাহকের উবার অ্যাকাউন্টের মাধ্যমে রাইড বুকিংয়ের সুযোগ দেওয়া হতো। এর জন্য গ্রাহককে গুগল ম্যাপস থেকে বের হওয়ার প্রয়োজন ছিল না। শুধু উবার রাইডের জন্যই এই সেবাটি দিয়ে আসছিল গুগল।

ঠিক কী কারণে গুগল আনুষ্ঠানিকভাবে এই সেবাটি বন্ধ করেছে তার কারণ জানানো হয়নি। ফিচারটি সরিয়ে নেওয়ায় লিফট এবং গেট-এর মতো অন্যান্য রাইড শেয়ারিং সেবার কাতারেই চলে এসেছে উবার, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন। ফিচারটি সরিয়ে নেওয়ার কারণটি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে সম্প্রতি উবারের মূল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান লিফট-এ বড় বিনিয়োগ করেছে অ্যালফাবেটের ভেনচার ক্যাপিটাল ব্যবসা।

ধারণা করা হচ্ছে, দুটি কোম্পানির মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণেই এটি করা হয়েছে। অবশ্য ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই। উবারের লাইট সংস্করণ ব্যবহার করে এখনো ফোনে যায়গা আর র‌্যাম দুটোই বাঁচানো যাবে।

গুগল ম্যাপস-এর সহায়তা পেইজে বলা হয়, “আপনি এখন সরাসরি গুগল ম্যাপস থেকে উবার রাইড বুক করতে পারবেন না। কিন্তু এখনও আপনি আপনার যাত্রাপথ দেখতে পারবেন এবং এরপর উবার অ্যাপ থেকে রাইড অনুরোধ করতে পারবেন।” আইওএস-এর পর এবার অ্যান্ড্রয়েড থেকেও ফিচারটি সরালো গুগল। তাই ধারণা করা হচ্ছে গুগল ম্যাপস থেকে চিরতরে বাদ দেওয়া হয়েছে ফিচারটি।

Exit mobile version